আমাদের কথা:
অজানাকে জানা, অজেয়কে জয় করা, ভয়কে পদদলিত করে দুঃসাহসী হওয়া, নিরাশার বুকে আশার সঞ্চার করা, নির্ঘাত মৃত্যু
জেনেও কর্তব্য পালনে অগ্রসর হওয়া আর বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দেওয়ার শক্তি যাদের আছে তারা হলো --
যুবশক্তি।
এ এক ধারালো অস্ত্রের নাম যা ডাকাতের হাতে পড়লে মানু-ে ষর জান মাল ঝুকির মুখোমুখি হয় আর সার্জনের হাতের
মানবিক ছোয়ায় তা হয়ে ওঠে মানবতা রক্ষার হাতিয়ার। সমাজের ৬০% সক্ষম জনশক্তি, যুবশক্তি। সমাজ বা রাষ্ট্রের
উস্থান
পতন, কৃষ্টি-কালচার, উন্নতি-অবনতি নির্ভর করে এ যুবশক্তির ভূমিকার উপর। এ এমন এক চলমান স্বপ্ন, যাদের চোখে
থাকে আগুনের দীপ্তি, শরীরে অদম্য প্রানশক্তি, হৃদয়ে থাকে নতুন দিগন্ত ছোয়ার দুর্নীবার আকাঙ্খা। প্রয়োজন এ
শক্তির
যথাযথ ব্যবহার, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হিসেবে গড়ে তোলা, সঠিক নির্দেশনার মাধ্যমে কাঙ্খিত
গন্তব্যে পৌছানো।
বিশ্বের বুকে মাতৃভূমিকে স্বাধীন সার্বভৌম, স্বাবলম্বী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে যাদের যারা হবেন
সৃষ্টির প্রতি সহানুভূতিশীল, মানবতার দরদী।
মজলুম, অবহেলিত মানুষের পাশে দাড়ানোকে তারা তাদের কর্তব্য মনে করবে। খেলাধুলা শুধু তাদের শরীর গঠনের মাধ্যম
হবে না, বরং সুস্থ দেহ, সুস্থ মন নিয়ে বিজয়ী হবার যে সংঘবদ্ধ প্রচেষ্টা, অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে যে
তীব্র প্রতিবাদ, জয়-
পরাজয় উভয়টি মেনে নেওয়ার যে মানসিক প্রস্তুতি, ব্যক্তিগত ও জাতীয় জীবনে তার প্রতিফলন ঘটানোই হবে তার
উদ্দ্যেশ্য।
"রিভাইভার স্পোর্টিং ক্লাব লিমিটেড" যুব সমাজকে নিখাদ
দেশপ্রেম, উদার মানবিকতা, উন্নত নৈতিকতা আর সামাজিক দায়বদ্ধতায় দীক্ষিত করে সমাজের সকল প্রকার অন্যায়-অবিচার
আর বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মানবিক সমাজ গড়ার এক ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
তরুন ও যুবসমাজকে নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্রীড়া ও সামাজিক কাজে অংশ গ্রহন এবং সৎ
ও দক্ষ জনশক্তি হিসেবে গড়িয়া তুলিবার কার্যকর ব্যবস্থা করা।
১. ক্রীড়া বিষয়কঃ
* জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়া ক্লাব গঠন করা।
* একটি ক্রীড়া একাডেমি প্রতীষ্ঠা করা।
* সকল প্রকার দেশি-বিদেশি খেলা যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, টেনিস, হ্যান্ডবল, বাস্কেটবল, গলফ,
সাইক্লিং, ঘুড়ি, জুডো, কারাতে, দৌড়, সুইমিং, অলিম্পিক ইভেন্ট ইত্যাদির আয়োজন করা।
* লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে ক্লাবের সদস্যদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করা।
* প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের আয়োজন করা।
* জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী করা।
২. সমাজকল্যাণমূলক কাজ:
* অনাথ, বস্তিবাসী, ছিন্নমূল নাগরিকদের মাঝে বিনামূল্যে খাবার, শীতবস্ত্র ও প্রয়োজনীয় জীবনযাপনের উপকরণ বিতরণ করা।
* কিশোর গ্যাং বন্ধে প্রতিকার ও প্রতিরোধ কর্মসূচি পালন করা।
* মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপন।
* ফ্রি ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন।
* অ্যাম্বুলেন্স সার্ভিস।
* ফ্রি মেডিকেল ক্যাম্প।
* প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা।
৩. যুবকদের প্রশিক্ষণ কর্মসূচিঃ
* কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন।
* আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
* মৎস ও পশুপালন প্রশিক্ষণ প্রদান।
* প্রাথমিক স্বাস্থ্যসেবা / পল্লী চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
* ড্রাইভিং, আমিনশীপ, নার্সিং ইত্যাদি প্রশিক্ষণের আয়োজন।